ছলনাময়ী প্রেম
- ‌মোহাম্মদ ইউনুছ ১৭-০৫-২০২৪

এক পশলা বৃ‌ষ্টির মত,
কাল বৈশাখী ঝ‌ড়ের মত,
সুপ্ত হৃদয় ভি‌জি‌য়ে-না‌ড়ি‌য়ে চ‌লে গেলে।

‌জ্যোৎস্না রা‌তের চাঁ‌দের মত,
আকা‌শের রংধনুর মত,
‌নি‌র্বোধ আঁধা‌রে দী‌প্তি-রং ছ‌ড়ি‌য়ে উধাও হ‌লে।।

কদম ফু‌লের পাঁপড়ি ছিঁ‌ড়ে,
হাজার লো‌কের দূ‌র্ভেদ্য ভি‌ড়ে,
ফুল-বর‌ণে গ্রহন ক‌রে পা‌লি‌য়ে গে‌লে।

‌ঢোল তবলায় সাক্ষী গ‌ড়ে,
‌কোরান হা‌তে শপথ প‌ড়ে,
সাক্ষী-শপথ পা‌য়ে ঠে‌লে ভূ‌লে গে‌লে।।

‌দীঘল কা‌লো চুল,
খোঁপায় গোলাপ ফুল,
উড়‌ছে-দুল‌ছে স্মৃ‌তির ডা‌লে ডা‌লে।

হা‌সি ঝর্ণার জল,
‌চিন্তা নদীর কল কল,
ঝর‌ছে-ছুট‌ছে কল্পনায় কা‌লে কা‌লে।।

সকাল দুপুর সাঁ‌ঝের বেলায়,
অনন্ত দূর নী‌লিমায়,
খুঁ‌জে-খুঁ‌জে ক্লান্ত, বুক ভা‌সে নয়‌নের জ‌লে।

ভাল‌বে‌সে স‌খি তোমায়,
সর্বহারা, সবই ক্ষয়,
ছলনাময়ী! ‌নিঃস্ব-সর্বহারা কর‌তে কেন এ‌সে‌ছি‌লে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

ShafiulHoque2017
২৫-০১-২০১৭ ০৯:২১ মিঃ

বাহ্, বেশ নতুন কবি